- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
পথরেখা ডেস্ক :
'ইলিশ মাছের তিরিশ কাঁটা',
'বোয়াল মাছের দাঁড়ি',
দামি খাবার, হঠাৎ শাড়ি
ফুটানি দাও আড়ি।
ইলিশ বাঁচাও গর্ভকালে
বৈশাখী মওসুমে,
সারা বছর খাবো ইলিশ
মজার মহা ধুমে।
টকমিষ্টি পিঠাপুলি
তেঁতুল গুড়ের পানি,
নয়া চালের পান্তা শীতল,
স্বাদের কী হাতছানি !!
মাটির মায়া মায়ের ছোঁয়ায়
ভুুনা তেলাপিয়া,
সরষে বাটা, পোড়া মরিচ
খাবো *পান্তা-পিয়া*।
ধনধান্যে ফলে ফুলে,
গান ধরবে শালিক,
বাঙলা আবার দাও গো ভরে
ওহে আল্লাহ্ মালিক।
পথরেখা/এআর
পথরেখা : আমাদের কথা