• বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
    ১৮ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২৩:০৯
ফিরে দেখা ২০২৪

শোবিজ তারকাদের জমকালো বিয়ে: বছরের সেরা মুহূর্ত

  • বিনোদন       
  • ২৯ ডিসেম্বর, ২০২৪       
  •       
  • ২৯-১২-২০২৪, ২২:৫৮:৪৮


পথরেখা  অনলাইন : বিয়ে সব মানুষের জন্য বড় সিদ্ধান্ত। আর শোবিজ অঙ্গনের একটা প্রচলিত ধারণা হচ্ছে তারকাদের বিয়ের পর একসময় বেজে ওঠে বিচ্ছেদের বিউগল! আর সেকারণে অনেক তারকা বহু ভেবেচিন্তে, কেউ বা লিভ টুগেদারের মাধ্যমে পরষ্পরকে জেনেবুঝে তারপর নেন ঘর বাঁধার সিদ্ধান্ত! চলতি বছর দেশ এবং দেশের বাইরে শোবিজ জগতের অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। কারো বিয়ে হয়েছে জমকালো চোখ ধাঁধানো অনুষ্ঠান আয়োজনে, আবার কেউ কেউ ছিমছাম ধাঁচে পেতেছেন সংসার। তবে এ বছর বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল বিয়ে ছিল ভারতের ধনকুবের আম্বানি-পুত্রের বিয়ে।

চলতি বছরের শুরুতে দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। দিয়েছেন সুখবর। এক নজরে দেখে আসা যাক সেসব বিয়ের খবর-

মৌসুমী হামিদ

২০২৪ সালের শুরুতেই নিজের বিয়ের খবর দেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। গত ১২ জানুয়ারি লেখক আবু সাইয়িদ রানার গলায় মালা পরান তিনি। সে সময় জানা গিয়েছিল, বিয়ের আগে প্রেম করছিলেন আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। তাদের এ প্রেমের সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। মৌসুমী হামিদের বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে রয়েছেন। লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

ফারহান আহমেদ জোভান

চলতি বছর জানুয়ারি মাসের ১২ তারিখে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন অভিনেতা। কিন্তু ছবিগুলোতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায়নি। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে ছিল দেড় বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে হয়েছে পারিবারিকভাবেই।

নাজিয়া হক অর্ষা

ছোটপর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা চলতি বছর ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন। ক্যাপশনটি ছিল, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’ নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা।

জিনাত সানু স্বাগতা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। এ বছরের জানুয়ারিতে শুভ পরিণয় সেরে ফেলেছেন তিনি। গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। স্বাগতা জানান, তার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

অর্চিতা স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে। বর সিলেটের ছেলে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন। কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। ইনানী সমুদ্রসৈকতে হয় বিয়ের আয়োজন। স্পর্শিয়া বলেছিলেন, ‘নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তা ছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সে-ও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’

ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা

গত ২৩ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের আলোচিত ইউটিউবার ও ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। জুমার নামাজের পর রাজধানীর মিরপুরের ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে বিয়ে হয়েছে তাদের। রাইসা ইসলাম সম্পর্কে তামিম মৃধা তখন জানান,  রাইসা ইসলামের সঙ্গে দেড় বছরের বেশি সময়েরও পরিচয় ছিল তার। পরে  সম্পর্কটা ভালো লাগায় গড়ায়। তবে নিজেদের মধ্যে পরিচয় ও সম্পর্কের কথা গোপন রেখেছিলেন তারা।

রুকাইয়া জাহান চমক

মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। চলতি বছরের ২১ জুন বিয়েবন্ধনে আবদ্ধ হন। এর আগে ঈদের দিন আংটি বদল করেন। চমকের স্বামীর নাম আজমান নাসির। পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। অভিনেত্রী তার বিয়ের আয়োজন সারেন মাদ্রাসায় বাচ্চাদের সঙ্গে।

ইউটিউবার তৌহিদ আফ্রিদি

তৌহিদ আফ্রিদি। দেশের অন্যতম ইউটিউবার। যিনি এক নামেই সবার কাছে পরিচিত। বিশেষত ভ্লগ করে নিজেকে ব্যাপক পরিসরে জনপ্রিয় করে তুলেছেন। পাশাপাশি টিভি অনুষ্ঠানও করেছেন। চলতি বছরের নভেম্বরে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। তার স্ত্রীর নাম রাইসা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

শিরিন শিলা

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা চলতি বছরের ১০ অক্টোবর বিয়ে করেন আবিদুল মোহাইমিন সাজিলকে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করা সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট। ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় শিরিন শিলার।

শারমিন জোহা শশী

জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। চলতি বছরের বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি। নিজেই খবরটি জানিয়েছেন অভিনেত্রী। তার বরের নাম খালিদ হোসেন অভি। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত আছেন।

এদিকে বিয়ের সানাই বেজেছে দেশের বাইরের শোবিজ অঙ্গনেও। দেখে নিন কোন কোন তারকা এ বছর চার হাত এক করে সাজালেন সংসার।

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট

আভিজাত্যের নতুন ইতিহাস গড়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়েছিলেন অনন্ত-রাধিকা। মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে এলাহী কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় ধনকুবের। গত বছর থেকে শুরু হয়েছিল তাদের বিয়ের আযোজন। আর চলতি বছরের ১২ জুলাই মুম্বাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।

রোশনাইয়ে ঝলমল বিয়ের আসরে হাজির হয়েছিলেন গোটা বিশ্বের ‘হেভিওয়েট’ ব্যক্তিত্বরা। উপচে পড়েছিল গোটা বলিউড-হলিউড। তিন দিনব্যাপী বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে ছিল শুভ আশীর্বাদ, তারপর মঙ্গল উৎসব বা বিয়ের রিসিপশন। কনে রাধিকা বিয়েতে যত গয়না পরেছেন সবই তার নানী, মা ও বোনের। হালকা সাজের সাথে লাল লিপস্টিকে তাকে দেখাচ্ছিল মোহনীয়। অন্যদিকে কমলা রঙের শেরওয়ানি পরেছিলেন অনন্ত। বুকের বাঁ দিকে একটি হাতির ব্রোচ পরেছিলেন। মাথায় লাল পাগড়ি।

সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল

জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও তার স্বামী মুসলিম। তবে হিন্দু বা মুসলিম কোনো রীতি মেনে নয়, আইনিভাবে বিয়ে করেন সোনাক্ষী-জাহির। জানা যায়, বিশেষ দিনের জন্য সাদা রং বেছে নিয়েছিলেন এই নবদম্পতি। জাহির ইকবালের বাড়ি থেকে সেই পোশাক পাঠানো হয় সোনাক্ষীর কাছে। অন্যদিকে জাহিরও পরেছিলেন সাদা পাঞ্জাবি ও পাজামা। রিসিপশনের অনুষ্ঠানে সোনাক্ষী পরেছিলেন লাল রংয়ের কাতান শাড়ি। জাহিরের পরনে ছিল অফ হোয়াইট রংয়ের কুর্তা সেট। বেশ হাস্যোজ্জ্বল মুখেই ক্যামেরায় পোজ দিয়েছিলেন নতুন এই তারকা দম্পতি।

রাকুল প্রীত-জ্যাকি

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি চলতি বছরের ২১ ফেব্রুয়ারি গোয়ায় একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানটি আইটিসি গ্র্যান্ড সাউথ গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল। তাদের বিয়েতে শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা, বরুণ ধাওয়ান এবং ভূমি পেডনেকার-সহ বলিউডের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। প্রেমের সম্পর্কে থাকার পর দু’জনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শিখ রীতি মেনে বিয়ে করেছেন তারা।

নাগা চৈতন্য-সবিতা ধুলিপালা

গত ৪ ডিসেম্বর বিয়ে করেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন নাগা-শোভিতা। বিশেষ দিনে সোনালি রঙের সিল্কের শাড়িতে বউ সাজেন শোভিতা। শরীর ভর্তি দক্ষিণী স্টাইলে গয়না পরেছেন এবং ফুল দিয়ে বেণী বেঁধেছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় বিয়েতে ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি পরেছিলেন নাগা। গলায় ছিল লাল-ঘিয়ের মিশেলের ওড়না। পুরোহিতদের পাশে বসে মন্ত্র পড়তে দেখা যায় তাদের। হায়দারাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তারা।

২০২১ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন নাগা। এরপর শোভিতার সঙ্গে নাগার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গুঞ্জন থাকা সত্ত্বেও প্রকাশ্যে প্রেমের সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি তারা। এর তিন বছর পর বিয়ে করলেন নাগা-শোভিতা।

সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অভিনেত্রী শোভিতার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়ান নাগা। ২০২২ সালে সবিতার সঙ্গে সাক্ষাৎ হয়। সেসময় হায়দরাবাদে ‘মাঙ্কিম্যান’ সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগার সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করতেও দেখা যায় তাকে। সেই পার্টিতেই নাকি একে অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা-শোভিতা।

পুলকিত-কৃতি

চার হাত এক করে চলতি বছর সুখবর দেন বলিউড নায়ক পুলকিত আর নায়িকা কৃতি খরবান্দা। গত ১৫ মার্চ সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে এ বিয়ের আসর বসে। এর আগে অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান। সহকর্মী থেকে বন্ধু এবং তারপর প্রেমিক-প্রেমিকা। ২০১৯ সালে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন পুলকিত-কৃতি। চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়ল এ যুগল।

জানা যায়, বিয়েতে বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পুলকিতের জীবনে কৃতি আসার আগেও প্রেম এসেছিল। ২০১৪ সালে সালমান খানের ‘রাখি-সিস্টার’ শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন অভিনেতা।

২০১৮ সালে ‘ভিরে কি ওয়েডিং’ সিনেমার সেটে একে অন্যের প্রেমে পড়েন পুলকিত ও কৃতি। ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এ যুগল। ২০১৯ সালে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন এ তারকা জুটি। অবশেষে তাদের প্রেম শুভ পরিণয়ে রূপ নেয়।

অদিতি-সিদ্ধার্থ

আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বার বিয়ে সারলেন অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ। বিয়ের আসর বসেছিল রাজকীয় জায়গায়। রাজস্থানের ২৩৩ বছরের পুরনো আলিলা দুর্গে। দুর্গ প্রাচীরে দাঁড়ালেই চোখ টানে আরাবল্লী পাহাড়ের সৌন্দর্য। দীর্ঘ দিনের গুঞ্জন, সম্পর্কে রয়েছেন অদিতি-সিদ্ধার্থ। সেই গুঞ্জনে সিলমোহর পড়তেই খুশি দুই অভিনেতার অনুরাগীরা। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ঘরোয়াভাবে বিয়ে সেরেছিলেন তারা। উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্যরা। সেই সময় তারা বেছে নিয়েছিলেন ৪০০ বছরের পুরনো শ্রী রঙ্গনায়িকা স্বামী মন্দির। এবার বেছে নিলেন ঐতিহ্যপূর্ণ আরও এক স্থান। গ্রানাইটের টিলার উপরে তৈরি বিষাণগড়ের আলিলা দুর্গ। দুর্গের ধূসর দেওয়ালে সাদা ফুলের সমারোহ। এ ভাবেই সাজানো হয়েছিল বিয়ের বাসর। খোলা আকাশকে সাক্ষী রেখে প্রকৃতির মাঝে আজীবন একসঙ্গে পথ চলার শপথ নেন তারা।

ইরা খান-নূপুর

বিয়ে করেছেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। প্রায় তিন বছর ধরে ইরা নূপুর শিখরের সঙ্গে প্রেম করেছেন। এ নিয়ে তারা অনেকবার সংবাদের শিরোনামও হয়েছেন। তারপর প্রেম প্রণয়ে রূপ নিয়েছে। গত বছর নভেম্বর মাসে আমির কন্যার বাগদান সম্পন্ন হয়। এবার বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে আমির খানের ভক্ত-অনুরাগীরা ইরার নতুন জীবনের জন্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। আমির কন্যা নতুন বছরের নতুন জীবনে পা দিলেন। ৩ জানুয়ারি সন্ধ্যায় পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে ইরা-নূপুরের। বিভিন্ন গণমাধ্যমের খবরে আগেই জানা গেছে, বিয়েতে অতিথিদের কাছ থেকে উপহার গ্রহণ করতে নারাজ ইরা। বিয়ের দিন সকালেও সাদামাটা সাজেই মুম্বাইয়ে দেখা যায় ইরাকে। মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। মুম্বাইতে আইনি বিয়ে সারলেও ৮ জানুয়ারি উদয়পুরে হয়েছিল জমকালো বিয়ের অনুষ্ঠান। তারপর ১৩ জানুয়ারি মুম্বাইতে হয়েছে বউভাতের অনুষ্ঠান। সে অনুষ্ঠানে বলিউডের খ্যাতনামা তারকারা উপস্থিত ছিলেন।

কীর্তি সুরেশ-অ্যান্টনি থাট্টিল

কীর্তি সুরেশ ও ব্যবসায়ী অ্যান্টনি থাট্টিল ডিসেম্বর মাসে গোয়ায় বিয়ে করেন। অ্যান্টনি পরেছিলেন ক্লাসিক আইভরি রঙের সিল্ক শার্ট ও ধুতি, সঙ্গে সবুজ বর্ডারযুক্ত অঙ্গবাস্ত্রম। অন্যদিকে কীর্তি পরেছিলেন অনিতা ডোংরেয়ের নকশা করা হলুদ এবং সবুজ রঙের সিল্ক শাড়ি। এই জুটি খ্রিষ্টান রীতিতে বিয়ের অনুষ্ঠানও আয়োজন করেন।

আরতি সিং-দীপক চৌহান

ভারতের টিভি অভিনেত্রী আরতি সিং ব্যাপক পরিচিতি পান রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-তে অংশ নিয়ে। বলিউড সুপারস্টার গোবিন্দর ভাগ্নি আরতি সিং ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে চলতি বছরের এপ্রিল মাসে মুম্বাইয়ের ইস্কন মন্দিরে বিয়ে করেন। ২৫ এপ্রিল আরতি ও দীপকের বিয়ের আসর বসে মুম্বাইয়ে। অভিনেত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন, পারিবারিকভাবেই তাদের বিয়ে হচ্ছে। আরতি জানান, ২০২৩ সালে নভেম্বরে পারিবারিকভাবেই দীপকের সঙ্গে তার পরিচয় হয়। দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপরই তারা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেন। তাদের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। এ ছাড়া গোবিন্দ, সালমান খান, কৃষ্ণা অভিষেক, শেহনাজ গিলসহ আরও তারকা উপস্থিত ছিলেন।

আরতি ভারতের ছোট পর্দার পরিচিত মুখ। ২০০৭ সালে তিনি অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ‘থোড়া হ্যায় বাস থোড়ি কি জরুরাত হ্যায়’, ‘পরিচয়’, ‘ওয়ারিশ’ ইত্যাদি তার উল্লেখযোগ্য কাজ।

২০১৯ সালে ‘বিগ বস’-এর ১৩তম সিজনে অংশ নিয়ে ব্যাপকভাবে চর্চায় উঠে আসেন আরতি। আলোচিত-সমালোচিত এই রিয়েলিটি শোতে তিনি চতুর্থ রানারআপ হন।

সুরভি জ্যোতি-সুমিত সুরি

ভারতীয় টিভি ধারাবাহিকের জনপ্রিয় জুটি সুরভি জ্যোতি ও সুমিত সুরি। একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান। কয়েক বছর প্রেম করার পর ২০২২ সালে বাগদান সারেন তারা। চলতি বছরের মার্চে বিয়ে করার কথা ছিল সুরভি-সুমিতের। কিন্তু রাজস্থানে পছন্দের ভেন্যু না পাওয়ায় বিয়ে স্থগিত করেন এই যুগল। অবশেষে ২৭ অক্টোবর সাতপাকে বাঁধা পড়েন এই দুই তারকা। ভারতের উত্তরখন্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের বিলাসবহুল একটি রিসোর্ট বিয়ের ভেন্যু ছিল।

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন সুরভি। পাশাপাশি মঞ্চে নাটকও করেন। ২০১০ সালে পাঞ্জাবি সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সুরভি। পাঞ্জাবি ভাষার টিভি ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গেছে তাকে।

পরবর্তীতে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার গড়তে পাঞ্জাব ছেড়ে মুম্বাই পাড়ি জমান সুরভি। ২০১২ সালে ‘কবুল হ্যায়’ নামে একটি হিন্দি ধারাবাহিকের জন্য অডিশন দিয়ে কাজের সুযোগ পান। ধারাবাহিকটি প্রায় চার বছর টিভিতে প্রচার হয়। এতে পাঁচটি চরিত্রে অভিনয় করেন তিনি। এ ধারাবাহিক থেকেই প্রেমের সূচনা সুরভি-সুমিতের।

সুরভি চাঁদনা-করণ শর্মা

সুরভি চাঁদনা তার দীর্ঘদিনের সঙ্গী করণ শর্মার সঙ্গে মুম্বাইয়ে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের অ্যালবাম শেয়ার করার সময় সুরভি লিখেছেন, ‘১৩ বছরের অপেক্ষার পর অবশেষে ঘরে ফিরলাম। আমাদের এই নতুন যাত্রায় আমরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।’

লানা ডেল রে-জেরেমি ডুফ্রেন

সেপ্টেম্বরে গায়িকা লানা ডেল রে এবং গাইড জেরেমি ডুফ্রেন বিয়ে করেন। লুইজিয়ানার ডেস আল্লেম্যান্ডস-এ অবস্থিত আর্থারের এয়ারবোট ট্যুরসে এই বিয়ে হয়। লানা পরেছিলেন একটি গাউন, যা নকশা করেছিলেন ম্যাসি উইসনার। গাউনটির লম্বা স্কার্ট এবং রাফেলড নেকলাইন ছিল।

এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসন

এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল ইতালির আমালফি কোস্টে। তাদের তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ক্রুজের মাধ্যমে, যেখানে ছিল ইতালিয়ান সংগীত এবং নীল-সাদা সজ্জা। পুরোনো ক্যাসেলো দি রোকা সিলেন্তো ছিল তাদের বিয়ের ভেন্যু।

মিলি ববি ব্রাউন-জেক বংগিওভি

মিলি ববি ব্রাউন এবং জেক বংগিওভির রূপকথার মতো বিয়েটি হয়েছিল ইতালির টাস্কানিতে। স্ট্রেঞ্জার থিংস সিরিজের তার সহ-অভিনেতা ম্যাথিউ মোডিন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

চার্লি পুথ-ব্রুকি

বিয়ে করেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। দীর্ঘদিনের বান্ধবী ব্রুকি সানসোনের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন এই গায়ক। ২০২৩ সালের ডিসেম্বরে ব্রুকির সঙ্গে বাগদান সেরেছিলেন। এবার বিয়ের চূড়ান্ত আয়োজন সম্পন্ন করলেন তারা। চলতি বছর ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সংবাদটি জানান চার্লি পুথ। বিয়ের ছবি পোস্ট করে চার্লি পুথ লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি ব্রুক... আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়ে তোমার সঙ্গে আছি। প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি আমার জীবনের প্রতিটি দিন তোমাকে ভালোবাসবো। আর যখন আমরা আমাদের পরবর্তী ধাপে যাব আরও বেশি করে ভালোবাসব।’
পথরেখা/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।