দেশকন্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামি ১২ আগস্ট শুক্রবার থেকে শুরু হবে।
অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আগামি ৩১ জুলাই পর্যন্ত চলবে। ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি ১২ আগস্ট শুক্রবার বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।
দেশকন্ঠ/রাসু