দেশকন্ঠ ডেস্ক : দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুদিন বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সপ্তাহে ছুটি থাকবে শুক্র ও শনিবার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।’
উল্লেখ্য, বর্তমানে দেশের বেশিরভাগ স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্রবার ছিল। অন্যদিকে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছিল শুক্র ও শনিবার। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুইদিন ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন।
এদিকে জ্বালানী সাশ্রয় ও যানজট হ্রাস করতে বুধবার থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনের অফিস সময় সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত করা হবে। আজ মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দেশকন্ঠ/রাসু