দেশকণ্ঠ প্রতিবেদন : বরাবরের মতো এবারও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের বৃত্তি পরীক্ষা নিয়েছে। দেশের বিভিন্ন জেলার কিন্ডারগার্টেন স্কুলগুলোর ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। ২৫ ও ২৬ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উদ্যোগে কিন্ডারগার্টেন স্কুলগুলোর প্রাক প্রাথমিক থেকে ৮ম শ্রেণির ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্যে প্রতি বছর বৃত্তিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান বলেন, পরীক্ষায় কোমলপ্রাণ শিক্ষার্থীদের লেখাপড়ার বাড়তি চাপ নেই। পাঠ্যবই অনুসারেই পরীক্ষা নেয়া হয়। এ আয়োজনের ফলে সারাদেশের একই শ্রেণির ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে।
দুদিন ব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার আয়োজনের সার্বিক সহযোগিতার জন্যে এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সভাপতি লায়ন শারফুল ইসলাম আকন্দ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিনিয়র সহ-সভাপতি সাইফুল আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর সবুর, সাংগঠনিক সম্পাদক এস আহমদ খান সাইফুলসহ বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দেশকণ্ঠ/আসো