দেশকণ্ঠ প্রতিবেদন : গুচ্ছভুক্ত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ৮ হাজার ৮৭৩ শিক্ষার্থী আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে রাবিপ্রবিতে মোট তিন ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, বায়োলজিক্যাল সাইন্স ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে। তিন ইউনিটে সব মিলিয়ে আট হাজার ৮৭৩ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আইটি বিশেষজ্ঞ ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সজীব ত্রিপুরা বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরপর রয়েছে ‘সি’ এবং সবশেষ ‘বি’ ইউনিট। সংখ্যার হিসেবে ‘এ’ ইউনিটে ৫ হাজার ৩৬১ জন, ‘বি’ ইউনিটে ৩৬৭ জন এবং ‘সি’ ইউনিটে ১ হাজার ২০৫ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। টেকনিক্যাল সমস্যার কারণে এখনো অনেকে আবেদন করলেও পেমেন্ট সম্পূর্ণ করেননি। আশা করি নির্ধারিত সময়ের আগে সবকিছু সম্পূর্ণ হয়ে যাবে।
দেশকণ্ঠ/রাসু