- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) কর্তৃক ‘বিসিআরএ ভিক্টরি অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন করল কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ। ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে এ অ্যাওয়ার্ড লাভ করে কোয়ান্টাম। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিসিআরএ-এর ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ অ্যাওয়ার্ড তুলে দেন। অ্যাওয়ার্ড গ্রহণ করেন স্কুল ইনচার্জ ছালেহ আহমেদ। পদক গ্রহণের পর বিসিআরএ এবং সংশ্লিষ্ট সবার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় সিনেমা, টিভি, ওটিটিসহ বিনোদন, মিডিয়া ও সংস্কৃতি জগতের সেলিব্রেটি সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র, টিভি, সঙ্গীত এবং মঞ্চাঙ্গনের তারকাসহ সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের নিয়মিত সম্মাননা দিয়ে আসছে কালচারাল রিপোর্টারদের অন্যতম সংগঠন বিসিআরএ। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে অবদান, দেশের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের বিশ্বময় ছড়িয়ে পড়াসহ নৈতিকতা চর্চাকারী সফল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজকে এবছর বিশেষ মূল্যায়নের সিদ্ধান্ত নেয় বিসিআরএ জুরি বোর্ড। অনুষ্ঠানে কসমো স্কুল এবং এর শিক্ষার্থীদের উপর একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা