দেশকন্ঠ প্রতিবেদক : ৪১ তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষার সূচি কিছুটা সংশোধন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সূচি প্রকাশ হলেও তা বাতিল করা হয়েছে। ইতোমধ্যে নতুন সূচি প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডারের পদগুলো জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হযেছিলো। কিন্তু পিএসসি জানিয়েছে সে বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।
আর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২২ ফেব্রুয়ারি নতুন সূচি প্রকাশ করা হয়েছে। সূচির নতুন বিজ্ঞপ্তিটি (২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের ৮০,০০,০০০০,২০০.৬০.০৬৬.২২-৫৭ নম্বর) অনুসরণ প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন।সূচিটি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http:// bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। পিএসসি জানিয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
দেশকন্ঠ/এআর