- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের ওয়েষ্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের মেধবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ সকাল ৯টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন নয়নের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট তুলে দেন।
ওয়েষ্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী গোলাম কিবরিয়া দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, অভিভাবক সদস্য আজিবর দাড়িয়া, বদিউজ্জামান দাড়িয়া, সাখাওয়াত হোসেন তালুকদার, লিপি বেগম, জাকির হোসেন, আবু জাফর হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা