- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ৬ মে থেকে শুরু হচ্ছে। এদিন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আর ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে। ১৫ জুন এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।বৃহস্পতিবার এ প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সূচি অনুসারে, ৬ ও ৭ মে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ১৩ ও ১৪ মে উপজেলা ও ঢাকা মহনগরীর ২৫টি থানা পর্যায়ের, ২০ ও ২১ মে জেলা পর্যায়ের, ২৭ ও ২৮ মে বিভাগীয় ও ঢাকা মহানগর পর্যায়ের এবং ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ জুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সূচি সব বিভাগীয় কমিশনারদের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, সব বোর্ডের চেয়ারম্যানদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা