• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
    ১১ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৪৬

হাবিপ্রবিতে অনুষদ সেরা ৮ শিক্ষার্থী আসতে চান শিক্ষকতায়

  • মত-দ্বিমত       
  • ১০ এপ্রিল, ২০২৩       
  • ১৩২
  •       
  • ১০-০৪-২০২৩, ২৩:১৩:৩৮

দেশকন্ঠ  প্রতিবেদক : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ ব্যাচের ৮ শিক্ষার্থী স্ব স্ব অনুষদে শীর্ষস্থান অর্জন করেছেন। নিজ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে স্নাতকের একাডেমিক ফল বিচারে শীর্ষস্থান দখল করেন তারা। অনুষদ সেরা হওয়া প্রত্যেক শিক্ষার্থীই আসতে চান শিক্ষকতা পেশায়। কৃষি অনুষদ থেকে বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করার রেকর্ড গড়েছেন মোছা. মহিতা তানজিন (সিজিপিএ- ৩.৮৯)। ভবিষ্যতে তিনি একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি বাংলাদেশের গবেষণা খাতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসতে চান।কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে প্রথমবার অনুষদ সেরা হয়েছেন নেপালী শিক্ষার্থী মোছা. সালমা খাতুন (সিজিপিএ- ৩.৯৬)। বর্তমানে তিনি নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নিতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। অদূর ভবিষ্যতে তার বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে।

বিজনেস স্টাডিজ অনুষদ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান (সিজিপিএ-৩.৮৮)। ভবিষ্যতে সুযোগ পেলে তিনি শিক্ষকতা পেশায় নিজেকে যুক্ত রাখতে চান।মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন কে এম তৌফিক হাসান (সিজিপিএ- ৩.৯৬)। বর্তমানে তিনি মাস্টার্স ইন ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত। সুযোগ পেলে তিনিও শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান।বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন ডা: মো: আসাদুজ্জামান নূর (সিজিপিএ- ৩.৯১)। ভবিষ্যতে তিনি নিজেকে প্রাণি চিকিৎসায় নিয়োজিত রাখতে চান। এছাড়াও তিনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের জন্য সঠিক সময়ে উন্নত প্রযুক্তি নির্ভর প্রাণিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসিন (সিজিপিএ - ৩.৯৬)। ভবিষ্যতে তিনি শিক্ষকতা পেশাকে প্রাধান্য দিয়ে দেশের সমৃদ্ধিতে অবদান রাখতে চান।বিজ্ঞান অনুষদ থেকে সেরা হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো: শাহজাহান (সিজিপিএ ৩.৯৭)। একজন সৎ ও ভালো মনের মানুষ হয়ে জীবন নির্বাহ করতে চান। শিক্ষকতা পেশাকে তিনি সর্বোচ্চ সম্মানের চোখে দেখেন৷ এই পেশায় আসতে পারলে নিজেকে সর্বোচ্চ প্রতিষ্ঠিত মনে করবেন বলে জানান তিনি।

সোস্যাল সায়েন্স এ্যান্ড হিউম্যানিটিস অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোছাঃ নাজমিন আরা শাবনুর (সিজিপিএ - ৩.৮০)। বর্তমানে তিনি মাস্টাসে অধ্যয়নরত। অদূর ভবিষ্যতে একজন সৎ ও ভালো মনের মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পাশাপাশি নিজেকে দেশ সেবায় নিযুক্ত করতে চান।শিক্ষার্থীদের কৃতিত্বে গর্বিত বিশ্ববিদ্যালয় প্রশাসনও। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. ইমরান পারভেজ বলেন, 'শিক্ষার্থীদের সাফল্যে খুশি, তাদের সাফল্য কামনা করছি। আশা করি, শিক্ষার্থীরা এ ফলাফল আগামীতেও ধরে রাখবে এবং দেশের সেবায় নিজেকে সম্পৃক্ত রাখবে।’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।