- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা উপহার দিয়েছে বাচ্চাদের-ই ক্লদিং শপ ‘হ্যালো জুনিয়র’। মঙ্গলবার রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাটারফ্লাই স্কুল ফর ডিপ্রাইভড চিলড্রেন-এ ‘শেয়ার ইউর হ্যাপিনেস ক্যাম্পেইন’-এর উদ্যোগে ইফতার শেষে নতুন পোশাক বিতরণ করা হয়। এসময় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ‘হ্যালো জুনিয়র’ টিম, কোম্পানির গ্রাহক ও তাদের বাচ্চারা উপস্থিত ছিলেন।
হ্যালো জুনিয়র’ এর নাফিজ সাদেকিন বলেন, “রমজানের মাহাত্ম্য ও পারস্পরিক হৃদ্যতার কথা বিবেচনা করে আমরা ‘শেয়ার ইউর হ্যাপিনেস ক্যাম্পেইন’ শুরু করি। ১ হাজারের বেশি সুবিধাবঞ্চিত শিশুকে জামা উপহার দিয়েছে বাচ্চাদের মাধ্যমেই। উল্লেখ্য, স্বল্প কিছু পুঁজি নিয়ে কোভিড-১৯ মহামারিতে অনলাইন শপ হিসেবে যাত্রা শুরু করে ‘হ্যালো জুনিয়র’।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা