- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : স্নাতক অথবা পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। এক থেকে ছয় মাস মেয়াদে ইন্টার্নশিপের এ সুযোগ দিচ্ছে ইউনেস্কো। আবেদন করতে হবে অনলাইনে।
২০ বছর বা তার অধিক বয়সী যে কোনো তরুণ-তরুণী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশের তরুণ-তরুণীরা আগামী ৩০ জুন পর্যন্ত ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে আড়াই দিন ছুটি মিলবে।
আবেদনের যোগ্যতা
• কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে।
• স্নাতক অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।
• ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে।
• কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
• যে কোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে।
• যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://careers.unesco.org/go/Internships-and-volunteers/783902/এখানে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা