- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : দেশের ২৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২৫ জন শিক্ষক ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ইন্টার নিউজের সহায়তায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেছে সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (সিসিডি বাংলাদেশ)। শুক্রবার ও শনিবার ঢাকার একটি হোটেলে এই কর্মশালা হয়।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিক্ষকেরা বলেন, সংবাদমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে নিজস্ব ফ্যাক্ট-চেকার থাকাটা জরুরি। ফ্যাক্ট চেকিংকে ক্যারিয়ার হিসেবে নেয়ার সুযোগ বাড়ছে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্টার নিউজের কান্ট্রি ডিরেক্টর শামীম আরা শিউলি ও সিসিডি বাংলাদেশের পরিচালক জি এম মুরতুজা।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা