- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : জেলায় আজ অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ)-এর পক্ষ থেকে ৩৮ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
যশোরে এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সরকারি কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, আরিফুল ইসলাম, এসডিএফ’র ঝিনাইদহের ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান।
এছাড়াও এসডিএফ’ জেলা কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম, সারওয়ার জাহান, সুলতানা বুলবুলি, সজীব কুন্ডু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৩৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৪ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এই মেধাবী শিক্ষার্থীদের তিনবছরে জনপ্রতি ৭২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা