পথরেখা অনলাইন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর সেমিনার কক্ষে এআইটি, থাইল্যান্ড এর কৃষি গবেষণা বিষয়ক এক সেমিনার ২৮ আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অফ ফুড, এগ্রিকালচার এন্ড বায়ো-রিসোর্স, স্কুল অফ ইনভার্মেন্ট, রিসোর্সেস এন্ড ডেভলপমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ড. অভিষেক দত্ত।
বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী এর সভাপতিত্বে এবং বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খানের উপস্থাপনায় অনুষ্ঠানে পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ এবং সিনিয়র বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহন করেন। সেমিনার শেষে বারি’র মহাপরিচলক ড. দেবাশীষ সরকার এর সাথে প্রফেসর ড. অভিষেক দত্ত সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের কৃষি গবেষণার ক্ষেত্রে সম্পর্ক তৈরি এবং বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
পথরেখা/আসো