পথরেখা অনলাইন : উত্তরার ৩ নাম্বার সেক্টরে গড়ে উঠেছে নাইস স্কুল এবং কলেজ নামে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের। হাতে-কলমে শিক্ষাদান পদ্ধতি অন্যান্য স্কুল থেকে এই স্কুলকে আলাদা করে রেখেছে। এখানে প্রাতিষ্ঠানিক পাঠদান ছাড়াও ক্রীড়া সংস্কৃতির প্রবাহ নিয়মিত। বিশেষ করে জাতীয় দিবসে নানা আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা পালন করে।
বরাবরের মতো এবারও তারা আয়োজন করেছিল জাতীয় শোক দিবসে নানামুখী অনুষ্ঠান। ছিল নানা প্রতিযোগিতার। নাইস স্কুল এবং কলেজ জাতীয় শোক দিবস নিয়ে ইংরেজি রচনা প্রতিযোগিতায় আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে পথরেখার অন্যতম নিয়মিত কলামিস্ট সাবেক জাতীয় ও সেনাবাহিনী হকিদলের অধিনায়ক এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত মেজর [অবসরপ্রাপ্ত] শাহাবুদ্দিন চাকলাদারের নাতনী সুরায়না। সুরায়নাকে তার কৃতিত্বপূর্ণ অর্জনের পুরস্কার তুলে দিয়েছেন নাইস স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল [অবসরপ্রাপ্ত] মো. আসাদুজ্জামান সুবহানী। তার পরিবারের পক্ষ থেকে সুরায়নার সুন্দর আগামীর কামনা করা হয়েছে।
উল্লেখ্য— নাইস স্কুল ও কলেজ উন্নত দেশের শিক্ষার ক্যারিকুলাম অনুসরণ করে। শিক্ষার্থীদের অনুসন্ধান-কথোপকথন এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে গাইড করার জন্য অ্যাক্সেস পয়েন্ট হিসেবে বিজ্ঞান-প্রযুক্তি-প্রকৌশল-কলা এবং গণিত ব্যবহার করে। সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উৎসাহী করে। হাতে-কলমে পাঠদানের পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা স্ব-শিক্ষিত এবং স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে উঠতে পারে। নাইস স্কুল ক্যাবব্রিজের সহ শিক্ষা প্রতিষ্ঠান। তারা বাংলাদেশে প্রথমবারের মতো স্টিম পদ্ধতির পাঠদাত চালু করেছে। ছাত্রদের নিখুঁত উদ্ভাবনী নাগরিক হতে সাহায্য করে।
পথরেখা/আসো