পথরেখা অনলাইন : শাশ্বত সুন্দর আগামীর সংগ্রামে একাত্ম হোন- স্লোগানমুখ পরিবেশ। যদিও কানায় কানায় পূর্ণ হয়ে ওঠেনি সবার টেবিলগুলো। কিন্তু যরা এসেছেন তাদের প্রাণবন্ত উপস্থিতি বলে দিয়েছে কতটা উৎফুল্ল তারা। কারণ আজতো তাদের সম্বর্ধনা। জাক-জমকপূর্ণ এই আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সূত্রাপুর থানা শাখা। ২ সেপ্টেম্বর ২০২৩ সালে এসএসসি উত্তীর্ণদের সম্বর্ধিত করেছে। গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচা বিদ্যানিকেতন মিলনায়তনে ছাত্র নেতা তানজিলা আক্তারের সভাপতিত্বে ও সাম্য দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, শিশু-কিশোর সংগঠক এ এম শফিউর রহমান দুলু, সাবেক ছাত্রনেতা বিকাশ সাহা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রিতম ফকির, ঢাকা মহানগরের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকির, কৃতি শিক্ষার্থী বিদীপ্ত সাহা, রনক জাহান মহিমা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বাংলাদেশের সংবিধানে শিক্ষাকে মৌলিক চাহিদা হিসেবে উল্লেখ করা হলেও গত বাহান্ন বছরে এই ঘোষণা শুধু ঘোষণাই থেকে গেছে; সেই অর্থে বাস্তবায়িত হয়নি। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা জাতীয়করনের দাবি আজও উপেক্ষিত। আমরা চাই সকল শিক্ষার্থী আনন্দের সাথে পাঠ গ্রহণ করবে এবং দেশমাতৃকার সেবায় কাজ করবে।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমুখী, সর্বজনীন, একই ধারার শিক্ষানীতি প্রণয়নের দাবিতে কাজ করছে। ছাত্র ইউনিয়ন বিজ্ঞানমনষ্ক ও অসাম্প্রদায়িক জাতি গঠনে আন্দোলন করছে। এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বৃহত্তর সূত্রাপুর এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও বই উপহার দেয়া হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সূত্রাপুর থানা শাখা আয়োজিত ২০২৩ সালে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানের শেষলগ্নে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাবেরী গায়েন। তিনি সম্বর্ধিত শিক্ষার্থীদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন। পাশাপাশি আগামী দিনে সুশিক্ষিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বর্তমান শিক্ষা-ব্যবস্থার ভালো-মন্দ দিক নিয়ে নানামুখী প্রশ্ন করেন এবং তা সমাধানের করণীয়ও বলে দেন।
উল্লেখ্য, আয়োজনের সব ছবি তুলেছেন সিনিয়র ফটো সাংবাদিক রতন কুমার দাস।
পথরেখা/আসো