১৯৭০ সন, দেশ টগবগ করে ফুটছে পশ্চিম পাকিস্তানের হাজার ধরনের বৈষ্যম আর অত্যাচারে। সেই সময় পাকিস্তান হকি দল বিশ্ব জয় করে একটা প্রদর্শনী ম্যাচ খেলতে ঢাকা আসল। বাবা শামসুদ্দিন চাকলাদার ছিলেন ইউনিভার্সিটি হকি ‘’ব্লু”, আমি তখন খেলি কম্বাইন্ড স্পর্টিংয়ে। কম্বাইন্ড ছিল আব্দুস সাদেক মহসিন সাব্বির- এ রকম দেশশ্রেষ্ঠ প্লেয়ারঠাসা।প্রতাপ শংকরের সাথে মন মালিন্যে এনারা ইস্পাহানি ক্লাবে চলে যান, ওখান থেকে মনে হয় কামাল স্পোর্টিং এ গিয়ে তারপর সাদেক ভাই আবাহনীর হকি ক্লাব বানান। তিনি ক্ষুরধার ফুটবলারও ছিলেন। আবাহনীর স্টপার ব্যাক খেলতেন।
বাবার সাথে ঢাকা স্টেডিয়ামের যেখানে সাংবাদিক গ্যালারি ওখান বসে ছিলাম। মাঠের একদম মধ্যে হওয়াতে সম্পূর্ণ খেলা বেশ আরাম করেই দেখেছিলাম। আব্বা খেলা দেখে বললেন, বাবা হকিত খুব একটা দেখি না। তবে আমাদের ছেলে সাদেক ত ওদের ঘুম হারাম করে দিল। এই যে হকির প্রতি টান বাড়ল তার পিছনে বাবার প্রচেষ্টাত আছেই। বাবা বলতেন সাদেকের খেলা দেখবে, দেখেও অনেক শিখা যায়। আমরা হকি খেলতাম মমিনবাগের মাঠে। এখানে ওয়ারি ক্লাবের প্লেয়ার পরে কর্মকর্তা মনুর বাসা। ওর বাবা আনোয়ার আলি ছিলেন শিক্ষা সচিব।
মমিনবাগ মধ্য দিয়ে রাস্তা ওপারে পুলিশ লাইন। তখন পুলিশ হকি দল সিলেটের প্লেয়ার দিয়েই শক্তিশালী, রামা, ডনডন, সেংগুলারা, ঠেংগুলারা এরা খেলত সাথে গোলকিপার মান্নান, মোহাম্মদ আলি দারুন দল। আমরা মমিনবাগের এক বিঘা ওয়াল দেয়া ফাঁকা মাঠে খেলি, রামা প্রাকটিসের সময় এসে বলল, সাহাবউদ্দিন তোরা আমাদের সাথেই পুলিশ মাঠে খেলতে পারিস।
আমাদের দল বড়ই, পরবর্তিতে বিচারপতি শরিফ উদ্দিন খেলতেন, মনু, লিয়াকত, ইনু মামা, মিল্কি ভাই সবাই রাজার বাগের পুলিশ লাইনে। প্যারেড চলছে, শেষ হলে হকি খেলব! দেরি তাই ঘোড়ার আস্তাবল দেখতেছি, বিরাট উঁচু, মাথার উপরে।
কি থেকে কি হল ইনু মামা হকি স্টিক দিয়ে সামনের ঘোড়ার পাছাতে এক খোঁচা, এত দ্রুত রিআ্যক্ট হবে কল্পনাও করি নাই। পিছনের দুপা তুলে হকি স্টিকে লাথি, তা উড়ে ত গেলই মামু ব্যথা পেলেন।স্বপন ভাইকে সবাই শ্রদ্ধা করে, রাকিব ভাই, তিনি পুলিশ দলের সিনিয়র এসে বললেন আপনারা খেললে আমাদেরও ভাল প্রাকটিস হয়। তবে ঘোড়াগুলি খুব ট্রেইনড। ওদের খোঁচাখুচি করতে মানা করে দিয়েন। ভাইয়া ইনু মামারে বললেন, ইনু মামা অবাক হয়ে ভাইকে বললেন, আর ঘোড়াটা যে লাথ্থি মারল সেইটা দেখলেন না, ভাইয়া শুধু বল্লেন আগামি কাল প্রাকটিসের সময় ঘোড়াটারে একটা লাথ্থি মাইরা দিয়েন।
(চলবে)
পথরেখা/আসো