• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:২৮

শক্তিধরদের নিকট অসহায় পৃথিবী

  • মত-দ্বিমত       
  • ০২ অক্টোবর, ২০২৪       
  • ৪৮
  •       
  • ০২-১০-২০২৪, ১৪:০২:৫৫

পথরেখা অনলাইন : ২০২৪ সাল শুরু হইয়াছিল যুদ্ধের মধ্য দিয়া। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করিয়া বলিয়াছিলেন যে, ভালো যাইবে না সামনের দিনগুলি। যেই বৎসরের শুরু ও শেষ হয় যুদ্ধের মধ্য দিয়া, সংগত কারণেই সেই বৎসর লইয়া অধিক প্রত্যাশা থাকে না। বর্তমানে আমরা ইহাই প্রত্যক্ষ করিতেছি। ইউরোপের মাটিতে যুদ্ধ চলিতেছে, সংঘাতের দামামায় কাঁপিতেছে পুণ্যভূমি মধ্যপ্রাচ্য। ২০২২ সালে বিশ্ব জুড়িয়া মহাসংকট বহিয়া আনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলিতেছে। ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের বহু হতাহত ও ক্ষয়ক্ষতির ফলে মানবিক সংকট সৃষ্টি হইয়াছে। বিশ্বমানবতার এই সংকটকে আরো ভয়াবহ করিয়া তুলিয়াছে চলমান গাজা যুদ্ধ। হামাস ও ইসরাইলের মধ্যে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হইয়াছে, আহত লক্ষাধিক। দুঃখজনকভাবে নিহত ও আহতদের অধিকাংশই শিশু ও নারী। ইহা বিশ্বের ইতিহাসে যেন এক 'মহা ট্র্যাজেডি'।

বৈশ্বিক অস্থিরতার অভিঘাতে স্বভাবতই ক্ষতবিক্ষত হইতেছে বিশ্ব অর্থনীতি। চলতি বৎসরের শুরুর দিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত 'চিফ ইকোনমিস্ট আউটলুক'-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্ব অর্থনীতি আরো দুর্বল হইয়া পড়িবে এবং তা বিশ্বের অর্থনৈতিক বিভাজনকে প্রকটতর করিয়া তুলিবে। ইহাই যেন বর্তমান বিশ্বের চিত্র। বিশ্ব অর্থনীতিতে এখন চরম 'আকাল' চলিতেছে, সৃষ্টি হইয়াছে চরম অনিশ্চিয়তা। ইহার সহিত কঠোর আর্থিক অবস্থা, ভূরাজনৈতিক ফাটল এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ন্যায় নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন বিশ্ব অর্থনীতি। ইহার ফলে উন্নত বিশ্বের অবস্থাই যেইখানে সঙ্গিন হইয়া উঠিতেছে, সেইখানে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলি কী অবর্ণনীয় দুর্দশা-দুর্ভোগে পড়িয়াছে, তাহা সহজেই অনুমেয়।

বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ ও যুদ্ধাবস্থা বিরাজ করিলেও রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধই বিশ্ব পরাশক্তিগুলির ক্ষমতা ও আধিপত্যের প্রধান সমীকরণ হইয়া উঠিয়াছে। বিশ্লেষকদের দাবি, ভবিষ্যতে বৈশ্বিক গণতন্ত্র ব্যাপক চাপের মধ্যে থাকিবে, কর্তৃত্ববাদী ঝোঁক-প্রবণতা বৃদ্ধি পাইবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক ধারা-প্রকৃতিতে সেই পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া যাইতেছে। এই অবস্থায় সামনের দিনগুলিতে আর কী কী দেখিতে হইতে পারে, তাহা যেন সকলকে তাড়াইয়া ফিরিতেছে! মূলত দুই দুইটি বৃহৎ সংঘাতকে সঙ্গে লইয়া বিশ্ব নূতন বৎসরে যাত্রা শুরু করিলেও আশা ছিল, নূতন করিয়া ঘুরিয়া দাঁড়ানো যাইবে; কিন্তু সেই আশা ক্রমশ ধোঁয়াশা হইয়া উঠিতেছে। কোনো কার্যকর আলাপ-আলোচনা নহে, শান্তি-প্রক্রিয়া নহে, কেবল তীব্র অস্ত্র প্রতিযোগিতাই বর্তমানে অধিক দৃশ্যমান। বেসামরিক মানুষ এইখানে বড্ড অসহায়! উদ্বেগ-উৎকণ্ঠা আর শঙ্কাই তাহাদের নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন মৃত্যুর পাহাড় গড়িয়া উঠিতেছে। অথচ সমগ্র বিশ্বের অধিকাংশ মানুষই সর্বদা শান্তিকামী; কিন্তু অস্ত্রের খেলা আর দখলদারিত্বের মুখে এই সকল শান্তিপ্রিয় মানুষ পদতলে পিষ্ট হইতেছে, যাহা এক কঠিন পরিতাপের বিষয়।

মধ্যযুগের কবি জ্ঞানদাস বড্ড আক্ষেপ করিয়া বলিয়াছিলেন, 'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু/ অনলে পুড়িয়া গেল।' আজিকার দিনে আমরা কবির ভাষায় বলিতে পারি, 'ইটের পরে ইট, মাঝে মানুষ কীট'। আমরা সুউচ্চ অট্টালিকা গড়িয়া তুলিয়াছি; কিন্তু সেইখানে কি সুখের ঘুম ঘুমাইতে পারিতেছি? আমরা সভ্য হইয়াছি দুর্বার গতিতে, উন্নতি-সমৃদ্ধির পাল্লাও হালকা নহে, তথাপি প্রকৃত সুখ কি ভোগ করিতে পারিতেছি? বস্তুত, ইহার জন্য দায়ী দেশে দেশে চলমান হানাহানি, সংঘাত-সংঘর্ষ ও যুদ্ধবিগ্রহ। মনে রাখিতে হইবে, আমরা এমন এক যুগে বাস করিতেছি, যেইখানে সকল ক্ষেত্রে সমাধানের মোক্ষম তথা কার্যকর উপায় হইল 'কূটনীতি'। সীমান্তে গোলাগুলি বা বেসামরিক মানুষের ঘরবাড়িতে বোমা নিক্ষেপ করিয়া নহে, সমস্যার সমাধানে পক্ষগুলিকে বসিতে হইবে আলোচনার টেবিলে। জুতসই আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে সকল ধরনের সংঘাত, হানাহানির রাস্তা হইতে পক্ষগুলি দ্রুত ফিরিয়া আসিবে বলিয়া সকলের প্রত্যাশা।
পথরেখা/এআর


 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।