পথরেখা অনলাইন : ১০ দলকে নিয়ে আগামীকাল থেকে ভারতের মাটিতে পর্দা উঠছে ওয়ানাডে বিশ্বকাপের ১৩তম আসরের। দলগুলো হলো- স্বাগতিক ভারতসহ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস। ১০ ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।
বিশ্বকাপের সময় ও সূচি(বাংলাদেশ সময়)
৫ অক্টোবর : ইংল্যান্ড-নিউজিল্যান্ড, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)
৬ অক্টেবার : পাকিস্তান-নেদারল্যান্ডস, হায়দারাবাদ (দুপুর- ২.৩০)
৭ অক্টোবর : বাংলাদেশ-আফগানিস্তান, ধর্মশালা (সকাল-১১.০০)
৭ অক্টেবার : দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা, দিল্লি (দুপুর- ২.৩০)
৮ অক্টোবর : ভারত-অস্ট্রেলিয়া, চেন্নাই (দুপুর- ২.৩০)
৯ অক্টোবর : নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস, হায়দারাবাদ (দুপুর- ২.৩০)
১০ অক্টোবর : বাংলাদেশ-ইংল্যান্ড, ধর্মশালা (সকাল- ১১টা)
১০ অক্টোবর : পাকিস্তান-শ্রীলংকা, হায়দারাবাদ (দুপুর- ২.৩০)
১১ অক্টোবর : ভারত-আফগানিস্তান, দিল্লি (দুপুর- ২.৩০)
১২ অক্টোবর : অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, লক্ষেèৗ (দুপুর- ২.৩০)
১৩ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড, চেন্নাই (দুপুর- ২.৩০)
১৪ অক্টোবর : ভারত-পাকিস্তান, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)
১৫ অক্টোবর : ইংল্যান্ড-আফগানিস্তান, দিল্লি (দুপুর- ২.৩০)
১৬ অক্টোবর : অস্ট্রেলিয়া-শ্রীলংকা, লক্ষেèৗ (দুপুর- ২.৩০)
১৭ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস, ধর্মশালা (দুপুর- ২.৩০)
১৮ অক্টোবর : নিউজিল্যান্ড-আফগানিস্তান, চেন্নাই (দুপুর- ২.৩০)
১৯ অক্টোবর : বাংলাদেশ- ভারত, পুনে (দুপুর- ২.৩০)
২০ অক্টোবর : অস্ট্রেলিয়া-পাকিস্তান, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)
২১ অক্টোবর : ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, মুম্বাই (দুপুর- ২.৩০)
২১ অক্টোবর : নেদারল্যান্ডস-শ্রীলংকা, লক্ষেèৗ (সকাল- ১১.০০)
২২ অক্টোবর : ভারত-নিউজিল্যান্ড, ধর্মশালা (দুপুর- ২.৩০)
২৩ অক্টোবর : পাকিস্তান-আফগানিস্তান, চেন্নাই (দুপুর- ২.৩০)
২৪ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, মুম্বাই (দুপুর- ২.৩০)
২৫ অক্টোবর : অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, দিল্লি (দুপুর- ২.৩০)
২৬ অক্টোবর : ইংল্যান্ড-শ্রীলংকা, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)
২৭ অক্টোবর : পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, চেন্নাই (দুপুর- ২.৩০)
২৮ অক্টোবর : বাংলাদেশ-নেদারল্যান্ডস, কোলকাতা (দুপুর- ২.৩০)
২৮ অক্টোবর : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ধর্মশালা (সকাল- ১১.০০)
২৯ অক্টোবর : ভারত-ইংল্যান্ড, লক্ষেèৗ (দুপুর- ২.৩০)
৩০ অক্টোবর : আফগানিস্তান-শ্রীলংকা, পুনে (দুপুর- ২.৩০)
৩১ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান, কোলকাতা (দুপুর- ২.৩০)
১ নভেম্বর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, পুনে (দুপুর- ২.৩০)
২ নভেম্বর : ভারত-শ্রীলংকা, মুম্বাই (দুপুর- ২.৩০)
৩ নভেম্বর : আফগানিস্তান-নেদারল্যান্ডস, লক্ষেèৗ (দুপুর- ২.৩০)
৪ নভেম্বর : নিউজিল্যান্ড-পাকিস্তান, ব্যাঙ্গালুরু (সকাল- ১১.০০)
৪ নভেম্বর : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)
৫ নভেম্বর : ভারত-দক্ষিণ আফ্রিকা, কোলকাতা (দুপুর- ২.৩০)
৬ নভেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা, দিল্লি (দুপুর- ২.৩০)
৭ নভেম্বর : অস্ট্রেলিয়া-আফগানিস্তান, মুম্বাই (দুপুর- ২.৩০)
৮ নভেম্বর : ইল্যান্ড-নেদারল্যান্ডস, পুনে (দুপুর- ২.৩০)
৯ নভেম্বর : নিউজিল্যান্ড-শ্রীলংকা, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)
১০ নভেম্বর : দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)
১১ নভেম্বর : ইংল্যান্ড-পাকিস্তান, কোলকাতা (দুপুর- ২.৩০)
১১ নভেম্বর : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, পুনে (সকাল- ১১.০০)
১২ নভেম্বর : ভারত-নেদারল্যান্ডস, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)
১৫ নভেম্বর : প্রথম সেমিফাইনাল, মুম্বাই (দুপুর- ২.৩০)
১৬ নভেম্বর : দ্বিতীয় সেমিফাইনাল, কোলকাতা (দুপুর- ২.৩০)
১৯ নভেম্বর : ফাইনাল, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)।
পথরেখা/আসো