পথরেখা অনলাইন : ২০০৩ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া। চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার পর স্বাভাবিকভাবেই আলোচনায় ২০০৩ সালের ফাইনাল। যে ফাইনালে সৌরভ গাঙ্গুলীর ভারতকে উড়িয়ে শিরোপা জিতেছিল রিকি পন্টিংয়ের প্রতাপশালী অস্ট্রেলিয়া। সেই সময়ের অস্ট্রেলিয়ার মতই এবার ক্রিকেট খেলছে ভারত। প্রতিপক্ষকে রীতিমত দুমড়ে-মুষড়ে ছুটছে তাদের জয়ের বাহন। ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ঠিক যেভাবে ফাইনালে ওঠে, এবার ভারত হুবহু একইভাবে খেতাবি লড়াইয়ের টিকিট অর্জন করে।
অন্যদিকে সেবার ভারতীয় দল যে রকম পরিস্থিতির মধ্য দিয়ে ফাইনালে ওঠে, এবার ঠিক সেরকম ছবি দেখা গিয়েছে অজিদের ক্ষেত্রে। সুতরাং, এবার ফাইনালের ফলাফলটাও বদলে যেতে পারে বলে আশাবাদী ভারতীয় সমর্থকরা। দেখে নেওয়া যাক ২০০৩-এর সঙ্গে ২০২৩ বিশ্বকাপে দু'দলের অবস্থান বদলের ছবিটা। এবার সেটা নিয়ে অনেকেই মিল খুজে পান কিনা।
২০০৩ বিশ্বকাপ
-
অস্ট্রেলিয়া টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে ওঠে।
-
অস্ট্রেলিয়া লিগের ম্যাচে ভারতকে হারিয়ে দেয়।
-
ভারত টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে ওঠে।
-
ফাইনালেও ভারতকে পরাজিত করে অস্ট্রেলিয়া।
২০২৩ বিশ্বকাপ
-
ভারত টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে ওঠে।
-
ভারত লিগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়।
-
অস্ট্রেলিয়া টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে ওঠে।
-
এবার কি তাহলে ফাইনালেও অজিদের পরাজিত করবে ভারত?
উত্তর মিলবে এক দিন পরেই। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে রোববার মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
পথরেখা/আসো