পথরেখা অনলাইন : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে টাইগারদের লক্ষ্য এখন ইংল্যান্ডকে হারানো। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে কি পরিবর্তন আসছে? সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে টস হওয়া পর্যন্ত। ১০ অক্টোবর ম্যাচ; শুরু হবে সকাল ১১টায়।
ইংলিশদের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ অথবা তানজিদ হাসান তামিমের যেকোনো একজন একাদশ থেকে ছিটকে যেতে পারেন। ধারণা করা হচ্ছে, মাহমুদউল্লাহকেই থাকতে হতে পারে একাদশের বাইরে। ফলে তার পরিবর্তে একাদশে একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে।
সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দেখা যেতে পারে। গেল ম্যাচে ষষ্ঠ বোলারের অভাব কিছুটা হলেও টের পেয়েছে টাইগাররা। সে চিন্তা করেই একজন বাড়তি বোলিং অলরাউন্ডার খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
পথরেখা/আসো