পথরেখা অনলাইন : বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪০০ রান তাড়া করতে নেমে ২১ ওভারে মাত্র ৯০ রান করে গুটিয়ে গিয়েছে ডাচদের ইনিংস। ২৫ অক্টোবর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারত বিশ্বকাপের ২৪তম ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৯৯ রান।
রান তাড়ায় নেমে এদিন অজি বোলারদের তোপের মুখে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ছাড়া ক্রিজে স্থায়ী হতে পারেননি আর কোনো ডাচ ব্যাটার। ৫৩ রানে শুরুর ৪ ব্যাটারকে হারিয়ে চাপে পড়া দলের হাল ধরতে পঞ্চম উইকেটে ক্রিজে নেমেছিলেন এডওয়ার্ডস। শেষদিকে মাত্র ৪ রানের ব্যবধানে একাই ৪ উইকেট তুলে নিয়ে ডাচদের ইনিংস ৯০ রানে বেঁধে দেন জাম্পা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার বিক্রমজিত সিং। ২২ বল মোকাবিলায় ১২ রানে অপরাজিত ছিলেন এডওয়ার্ডস।
ডাচদের ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের নতুন রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এর আগের রেকর্ডটিও অজিদেরই দখলে ছিল। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে ২৭৫ রানে হারিয়ে রেকর্ডটি গড়েছিল তারা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ৩৯৯ রান। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি তুলে নেয়া ম্যাক্সওয়েলের ইনিংস এদিন থেমেছে ৯ চার ও ৮ ছক্কায় ৪৪ বলে ১০৬ রান করে। ৯৩ বলে ১০৪ রান করেছেন ওয়ার্নার। এছাড়া ফিফটি তুলে নিয়েছেন স্মিথ ও লাবুশেন। ডাচদের হয়ে ৭৪ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার লগান। এছাড়া ২ উইকেট নিয়েছেন বাস ডি লিডি।
পথরেখা/আসো