পথরেখা অনলাইন : পরের ম্যাচ ২৮ অক্টোবর। কিন্তু ২৫ অক্টোবর সকালে মুম্বাইয়ের তাজ হোটেল অধিনায়ক সাকিব আল হাসান কলকাতায় যাননি। তিনি মুম্বাই থেকে চলে এসেছেন ঢাকার মিরপুরে।
ঢাকায় ফিরে দুপুরেই সাকিব হাজির মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে উপদেষ্টা ও ক্রিকেট কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন। পাক্কা ৩ ঘণ্টার লম্বা অনুশীলন করেছেন। ২৬ অক্টোবরও অনুশীলন করার কথা। শুক্রবার কলকাতার বিমান ধরার আগে আরও একটি অনুশীলন সেশন করার ইচ্ছা সাকিবের। বিশ্বকাপ থেকে হুট করে সাকিবের ঢাকায় আসাটা একটু বিস্ময়করই। বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেই দেশে এসেছেন সাকিব।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ১টিতে। দলীয় পারফরম্যান্সের মতো অনুজ্জ্বল অধিনায়ক সাকিবের ব্যক্তিগত পারফরম্যান্সও। বিশ্বকাপে ৪ ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ৪ ইনিংসের মধ্যে ২ ইনিংসেই আউট হয়েছেন বাউন্সারে পুল করতে গিয়ে। পরিসংখ্যানই বলে দেয়, ‘ব্যাটসম্যান’ সাকিব তাঁর সেরা ছন্দে নেই। বল হাতেও ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে এখন পর্যন্ত নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তাঁর ব্যক্তিগত সেরা। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি তো খেলতেই পারেননি।
খারাপ সময়ে নিজের পছন্দের কোচদের শরণাপন্ন হওয়াটা সাকিবের এবারই প্রথম নয়। ২০১৯ বিশ্বকাপের আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছিলেন সাকিব। সেবার হায়দরাবাদ একাদশে সাকিবের জায়গা হচ্ছিল না। সুযোগটা কাজে লাগিয়ে সাকিব আইপিএলের মধ্যেই ঢাকা থেকে ডেকে নেন তাঁর আরেক মেন্টর ও কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। আইপিএলে থেকেও নিজের অনুশীলনটা করেছিলেন আলাদাভাবে।
জাতীয় দলের সাবেক সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে সাকিবের সেই বিশেষ অনুশীলনের ফলটা নিশ্চয়ই সবার মনে আছে। সেবার ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের ব্যাট থেকে আসে ৬০৬ রান, উইকেট নিয়েছিলেন ১১টি। আত্মবিশ্বাস ফিরে পেতে এবার শরণাপন্ন হলেন শৈশব-কৈশোরের আরেক প্রিয় কোচ নাজমূল আবেদীনের। অনেকের ধারণা তাতে এই বিশ্বকাপে ভাগ্য বদলাতে পারে সাকিবের।
পথরেখা/আসো