• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৭ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১৬:৩০

বিজয়ের হঠাৎ ডাক পাওয়া এবং লিটনের দ্বিতীয়বার দেশে ফেরা

পথরেখা অনলাইন : বাকি মাত্র একটি ম্যাচ। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ভারত বিশ্বকাপের এবারের আসর। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কিছুটা উজ্জীবিত হলেও সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। লংকার বিপক্ষে ম্যাচে সেরা কেলোয়াড়ের পুরস্কার জেতা এই বাহাতি অলরাউন্ডার হাতে ব্যান্ডেজ নিয়ে দেশে ফিরে এসেছেন। তার বদলি উড়ে যাচ্ছেন এনামুল হক বিজয়।
 
লিটন কুমার দাসও এসেছেন বাংলাদেশে। লিটনের দ্বিতীয়বার দেশে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চাপা অসন্তোষ রয়েছে। সাকিব আল হাসানের বিশ্বকাপ যাত্রা শেষ। আঙুলের চোটে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরেছেন। সাকিব ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে নতুন করে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার বিজয়। দলে ডাক পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বিজয় লেখেন, ‘বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্নপূরণের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার জন্য দোয়া করবেন।’
 
এর আগে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে বিজয় সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে; দলকে জেতাতে চাই।’ সবশেষ এশিয়া কাপেও তিনি খেলতে গিয়েছিলেন লিটন দাসের অসুস্থতার কারণে। এ নিয়ে বিজয় বলেন, ‘আসলে ওপরওয়ালার ইচ্ছা ছিল। এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।’ এর আগে লঙ্কানদের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই আঙুলে ব্যথা পান সাকিব। সাকিব ছিটকে যাওয়ার পরই বিজয়কে বদলি হিসেবে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বিসিবি। তবে অনুমতি পেতে অপেক্ষায় থাকতে হয়েছে বিসিবিকে। পরে এক বিজ্ঞপ্তিতে সাকিবের বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দেওয়ার কথা নিশ্চিত করে আইসিসি। ফলে ডানহাতি ব্যাটার বিজয় শিগগিরই বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দেবেন।
 
এভাবে এশিয়া কাপ চলাকালেও অনেকটা হঠাৎ করেই বিজয়কে বাংলাদেশ দলে ডেকে নেওয়া হয়। লিটন দাস সুস্থ না হওয়ায় তার বদলি নেওয়া হয় এই ওপেনিং ব্যাটারকে। পরে এশিয়া কাপে এক ম্যাচে সুযোগ পেলেও ব্যাটে রান পাননি বিজয়। পরবর্তীতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও তাকে দলে নেওয়া হয়নি। এবারও হুট করেই বিজয়কে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের। এদিকে আবারও দেশে ফিরলেন লিটন। বিশ্বকাপ খেলতে গিয়ে দ্বিতীয় দফায় আজ দেশে ফিরেছেন লিটন দাস। জানা গেছে, জরুরী পারিবারিক কাজে দেশে ফিরেছেন এই ওপেনার। ৯ নভেম্বর পুনেতে আবারও দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এর আগে গত বুধবার কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন লিটন। প্রথম দফায় মূলত, সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতেই এসেছিলেন তিনি। সেই সময়ে দুই দিনের ছুটি কাটিয়ে ৩ নভেম্বর রাতে আবার দলের সঙ্গে যোগ দেন এই উইকেটকিপার ব্যাটার। লিটন বিমান বন্দর থেকে বের হওয়ার মিনিট বিশেক আগেই বেরিয়েছেন সাকিব আল হাসান। একই ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
 
দিন দুয়েকের ছুটি কাটিয়ে লিটন আবারও ভারতে ফিরবেন। তবে সাকিবের বিশ্বকাপ এখানেই শেষ। তবে দেশে আসায় লিটনের ওপর ক্ষুব্ধ বিসিবি! পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে গত ১ নভেম্বর কলকাতা থেকে দেশে ফিরেছিলেন লিটন দাস। এরপর ৩ নভেম্বর আবারও তিনি দলের সঙ্গে যোগ দেন। একই কারণে আবারও সাকিব আল হাসানের সঙ্গে দেশে ফিরেছেন লিটন। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বারবার এই টাইগার ওপেনারের দেশে ফেরা। তবে বিশ্বকাপের মাঝে তার এবারের ফেরাটা সহজভাবে নিচ্ছে না বিসিবি। হঠাৎ করে লিটন দেশে আসায় ক্ষুব্ধ বিসিবির শীর্ষ কর্মকর্তারা। জাতীয় এক গণমাধ্যমের খবর অনুযায়ী, লিটন দলের সঙ্গে থাকা বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেন। তার আগে বিসিবির এই পরিচালক দেশে যোগাযোগ করেন, এরপর নিশ্চিত হয়েই টাইগার ব্যাটারকে ছুটি দেন সুজন। তবুও লিটন দ্বিতীয়বার দেশে ফিরতে ছুটি চাইলে বিসিবি থেকে কিছুটা আপত্তি তোলা হয়, না করে দেওয়া হয় প্রথমে। পরে বিষয়টি নিজেদের মধ্যে সামলে নিয়ে তাকে ছুটি দেওয়া হয়। তবে লিটনকে কালকের মধ্যেই পুনেতে দলের অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে। পরবর্তী ম্যাচ সামনে রেখে সেখানে অনুশীলন করছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।