পথরেখা অনলাইন : বহুল আলোচিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলকে জিতিয়ে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। শেষ ম্যাচ না থেকেই দেশে ফিরে আসেন টাইগার অধিনায়ক। এখন অষ্ট্রেলিয়ার বিপক্ষে শনিবারের ম্যাচে এই বাহাতি অলরাউন্ডারের সার্ভিস পাচ্ছেনা বাংলাদেশ। এছাড়া সর্বশেষ ম্যাচে পরাজয়ের দোড়গোড়ায় থাকা অষ্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন গ্লে ম্যাক্সওয়েল। এই ডানহাতি উইলোবজই টাইগারদের বড় দুশ্চিন্তার কারণ এখন। যদিও বাংলাদেশ ভাবছে সাকিবের না থাকা নিয়ে। হিন্দি এফএম চ্যানেলের রেডিও জকি বেশ সুর ধরে বলে যাচ্ছিলেন, বেন স্টোকসের সেঞ্চুরি দেখা হয়েছে? এবার পুনেবাসী তৈরি হয়ে নাও, শহরে এসেছে ম্যাক্সওয়েল। সামনে তার যে বাংলাদেশ। এমনিতে বিশ্বকাপ ক্রিকেট ঘিরে স্থানীয়দের মধ্যে তেমন কোনো উন্মাদনা নেই। কিন্তু ম্যাক্সওয়েলের ওই অতিদানবীয় ইনিংসের পর পুনের মিডিয়ায়ও গ্লেন ম্যাক্সওয়েল। বাংলাদেশ দলের আলোচনায়ও তিনি। আগের রাতে শান্ত-মিরাজরাও অবাক হয়ে দেখেছেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য সেই ইনিংস। একদিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষেই তো খেলতে হবে তাদের। সেখানে ম্যাক্সওয়েল বাড়তি কোনো ভাবনা জুড়ে দিল কি? জানতে চাওয়া হয়েছিল দলের মুখপাত্র হয়ে ক্যামেরার সামনে আসা নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছে। কিন্তু যে হাসিতে তিনি উত্তর দিলেন, তাতে ম্যাক্সওয়েল নিয়ে ‘মিনিমাম’ চিন্তাও ধরা পড়েনি।
তিনি বলেছেন, ‘সব দলেই গেম চেঞ্জার থাকে। অস্ট্রেলিয়া দলেও অনেকে রয়েছে। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানো সম্ভব।’ পুনের জে ডব্লিউ ম্যারিয়েট হোটেলের সামনে দাঁড়িয়ে দেশীয় চ্যানেলগুলোর সামনে স্বাভাবিক সংবাদ সম্মেলন করে নেন হাবিবুল বাশার। আগেরবার যখন বাংলাদেশ দল এই শহরে এসেছিল, তখন টিম হোটেলে একটি অনাকাঙ্খিত ঘটনা শিরোনামে এসেছিল। সেদিন লিটন দাস সাংবাদিকদের হোটেল লবি থেকে বের করে দিতে বলেছিলেন হোটেল কর্তৃপক্ষকে। এদিন অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি। অবশ্য লিটন দাসও ছিলেন না কাল। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দিল্লি থেকেই ছুটি নিয়ে গেছেন তিনি। অবশ্য কলকাতার পর দিল্লি থেকেও এভাবে ছুটি নেওয়া নাকি বিসিবির ঊর্ধ্বতন কর্তা পছন্দ করেননি। বৃহস্পতিবার অবশ্য পুনেতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা লিটনের। দুপুর ২টা থেকে অনুশীলন রয়েছে বাংলাদেশ দলের।
হাবিবুল বাশার সুমনও জানালেন একান্তই ব্যক্তিগত কারণে লিটন ছুটি নিয়েছেন। লিটনের সাময়িক অনুপস্থিতি নয়, বাংলাদেশ দলের দুশ্চিন্তা এখন সাকিবের অস্ট্রেলিয়া ম্যাচে না থাকা নিয়ে। এরই মধ্যে ঢাকা থেকে পুনে এসেছেন এনামুল হক বিজয়। তাঁকে ডাকার কারণও জানালেন হাবিবুল। ‘সাকিব আমাদের অধিনায়ক ছিলেন বিশ্বকাপে। তার না থাকাটা অবশ্যই বড় শূন্যতা। তাছাড়া সে মাঠে একজন অলরাউন্ডার। তার জায়গায় একজনকে এনে অভাবটা পূরণ করা সম্ভব নয়। তাছাড়া সাকিবের জায়গায় কাউকে পাওয়াটাও এখন সম্ভব নয়। আমরা তার জায়গায় একজন ব্যাটারকে রেখেছি। কেননা, টপঅর্ডারে আমাদের তেমন সাফল্য মিলছে না।’ শ্রীলঙ্কাকে হারানোর পর দলের মধ্যে একটা স্বস্তি এসেছে নিশ্চিতভাবেই। তবে অস্ট্রেলিয়াকে হারিয়েই দেব, সাকিবের অনুপস্থিতিতে এই ধরনের বিশ্বাস করা লোক বর্তমান ড্রেসিংরুমে নেই। যদিও হাবিবুল বাশার মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়াও কিন্তু বিশ্বকাপের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ হেরেছে। এটাও বললেন, ছেলেরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারবে।
কিন্তু ক্যামেরার সামনে এটুকু যে বলতেই হয়। যেমন এটা তো স্বীকার করতেই হয়, এই বিশ্বকাপে বাংলাদেশ দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে কেন পারেনি তার একটি কারণ অবশ্য আবিষ্কার করেছেন হাবিবুল বাশার সুমন, ‘আমাদের স্কিলের কিন্তু কোনো ঘাটতি নেই। যেটা রয়েছে, সেটা মেন্টাল স্কিলের ঘাটতি। মনের শক্তিটা আমাদের কম।’ এদিকে পয়েন্ট টেবিলে নাটকীয় পরিবর্তন এসেছে। এখন শঙ্কায় রয়েছে বাংলাদেশের স্বপ্ন! ইংল্যান্ডের এক জয়েই যেন বদলে গেল বিশ্বকাপের পয়েন্ট টেবিলের চিত্র। ব্যাটে বলের দুর্দান্ত দাপট দেখিয়ে ১৮০ রানের বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এটি তাদের টুর্নামেন্টে দ্বিতীয় জয়। একইসঙ্গে নেদারল্যান্ডসের ৬ষ্ঠ পরাজয়। এই জয়ের ফলে বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার মত ইংলিশদের পয়েন্টও হয়েছে ৪। ৮ম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলেও এসেছে নাটকীয় পরিবর্তন। এতদিন তালিকার দশে থাকা ইংলিশরা এক লাফে উঠে এসেছে ৭ম স্থানে। আর বাংলাদেশ আগের দিনেই ৭ম স্থানে থাকলেও বুধবার নেমে গিয়েছে ৮ম স্থানে। ৯ম আর ১০ম স্থানে আছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। এই চার দলেরই পয়েন্ট ৪। এমন অবস্থায় জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার লড়াইটাও। আইসিসির ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপের লিগ পর্বে সেরা ৭ এবং আয়োজক পাকিস্তান থাকবে ২০২৫ সালের আইসিসি ইভেন্টে।
পাকিস্তান আগেই সেরা সাতে থাকায়, এবার হিসেব যাচ্ছে সেরা ৮ পর্যন্ত। যেখানে বাংলাদেশের স্বপ্নটাই এবার পড়েছে হুমকির মুখে। সেরা ৮ এর মধ্যে ৬ পর্যন্ত নিশ্চিত হয়েছে আগেই। ৭ম এবং ৮ম স্থানের জন্য লড়ছে ৪ দেশ। সবারই পয়েন্ট সমান। শেষ দিনে তাই কোন কারণে অজিদের বিপক্ষে পা হড়কালেই বিপদে পড়বে বাংলাদেশ। হারলেও নিশ্চিত করতে হবে কম ব্যবধানের পরাজয়। নয়ত এখন পর্যন্ত রানরেটে এগিয়ে থাকার সব হিসেবই বিফলে যাবে। এই মুহূর্তে ৭ম স্থানে থাকা ইংল্যান্ডের রানরেট -০.৮৮৫। আটে থাকা বাংলাদেশের নেট রানরেট -১.১৪২ আর লঙ্কানদের রানরেট -১.১৬০। নেদারল্যান্ডসের নেট রানরেট -১.৬৩৫। শেষ রাউন্ডে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লঙ্কানরা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে আর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
পথরেখা/আসো