পথরেখা অনলাইন : সর্বশেষ ৪ ম্যাচে বাংলাদেশ জয়ী ৩টিতে। আর শেষ ১০ ম্যাচে ভারত ৬-৪ এগিয়ে। কিন্তু তাতে ক? ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে দারুণ এক অর্জন আছে বাংলাদেশের। ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে ৫ উইকেটে বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয়ের নজির গড়েছিল বাংলাদেশ। শুধু কি তাই; সর্বশেষ এশিয়া কাপেও ভারতকে গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আজ ১৯ অক্টোবর তেমন এক স্বপ্নপথের সন্ধানে রয়েছে লাল-সবুজের বাংলাদেশ।
যদিও বিশ্বকাপের মঞ্চে ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ২০১১, ২০১৫ ও ২০১৯ তিন আসরের দেখায় সবগুলোতেই হেরেছে টাইগাররা। বিশ্বকাপে দ্বিতীয়বারের মত ভারতকে হারানোর স্বপ্নে বিভোর বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ২০০৭ সালের পুনরাবৃত্তি ঘটানোই লক্ষ্য টাইগারদের।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৪০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ভারতের জয় ৩১টিতে ও বাংলাদেশ জিতেছে ৮টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ ও ভারতের শেষ ১০
২১-০৬-২০১৫ : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী, ঢাকা
২৪-০৬-২০১৫ : ভারত ৭৭ রানে জয়ী, ঢাকা
১৫-০৬-২০১৭ : ভারত ৯ উইকেটে জয়ী, বার্মিংহাম
২১-০৯-২০১৮ : ভারত ৭ উইকেটে জয়ী, দুবাই
২৮-০৯-২০১৮ : ভারত ৩ উইকেটে জয়ী, দুবাই
০২-০৭-২০১৯ : ভারত ২৮ রানে জয়ী, বার্মিংহাম
০৪-১২-২০২২ : বাংলাদেশ ১ উইকেটে জয়ী, ঢাকা
০৭-১২-২০২২ : বাংলাদেশ ৫ রানে জয়ী, ঢাকা
১০-১২-২০২২ : ভারত ২২৭ রানে জয়ী, চট্টগ্রাম
১৫-০৯-২০২৩ : বাংলাদেশ ৬ রানে জয়ী, কলম্বো
বাংলাদেশ ও ভারত ম্যাচ পরিসংখ্যান
ভারত জয়ী : ৩১ ম্যাচ
বাংলাদেশ জয়ী : ৮ ম্যাচ
টাই : ০; পরিত্যক্ত : ১টি
পথরেখা/আসো