• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৫৫

আরেকটি বড় পরীক্ষা পাকিস্তানের

পথরেখা অনলাইন : পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় পরীক্ষায় নামছে পাকিস্তান। তবে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে পরাজয়ের বৃত্ত ভাঙ্গতে চায় পাকিস্তান। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০ অক্টোবর ম্যাচ। শুরু হবে বেলা আড়াইটায়।
 
ভারত বিশ্বকাপ আসরে চার পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। প্রথম তিন ম্যাচের দুটিতে জয়ের পাশাপাশি এক ম্যাচে হেরে গেছে তারা। গত ৬ অক্টোবর হায়দারাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানের বিশাল জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের মিশন শুরু করে বাবর আজমের দল। একই ভেন্যুতে ১০ অক্টোবর ১৯৯৬ চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষেও জয়লাভ করে পাকিস্তান। 
 
দলটি একমাত্র পরাজয় দেখেছে চির প্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে পরাজিত হয় তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে সেমিফাইনাল সুদৃঢ় করার সুযোগ পাবে পাকিস্তান।  প্রাক্তন ক্রিকেটার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা একটি পাকিস্তানের একটি  টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ব্যাঙ্গালুরুর  কন্ডিশন ব্যাটিং সহায়ক হওয়ায় পাকিস্তানের উচিৎ হবে টস জিতলে আগে  বোলিং করা। তিনি বলেন,‘ আমার মনে হয় পাকিস্তানের রান তাড়া করা উচিত। ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় প্রথমে ব্যাট নিয়ে পাকিস্তান আগের ম্যাচে ভারতের বিপক্ষে ২০০ রানও করতে পারেনি। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের রান তাড়া করার কথা ভাবা উচিত।’
 
তিনি আরো বলেন, ‘ব্যাঙ্গালুরুর কন্ডিশন ব্যাটিং সহায়ক তাই পিচের কথা মাথায় রেখে পাকিস্তানকে তাদের বোলিং জোরদার করতে হবে। একজন বিশেষজ্ঞের জন্য যদি অলরাউন্ডারকে বলি দিতে হয়, তাহলে তাদের অবশ্যই তা করা উচিত। 
আগের ম্যাচে  শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে অস্ট্রেলিয়া তাদের প্রথম জয় নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচে যথাক্রমে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বেশ বাজে ভাবে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে অসিরা। তাই তারাও তাতিয়ে রয়েছে। ফাইনাল-সেমিফাইনাল নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার কাছে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।