পথরেখা অনলাইন : ওপেনিং জুটিই বড় সংগ্রহ এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৭ রানের। ওপেনিংয়ে উড়ন্ত সূচনা করেছে পাকিস্তানও। এই রিপোর্ট লিখা পর্যন্ত ইমাম উল হক আর আবদুল্লাহ শফিক এরই মধ্যে ওপেনিং জুটিতে তুলেছেন ৮৩ রান। চলছে ১৪ ওভারের খেলা। আবদুল্লাহ ৩৭ আর ইমাম ৩৯ রানে অপরাজিত আছেন।
এর আগে ডেভিড ওয়ার্নারের ১২৪ বলে ১৬৩, মিচেল মার্শের ১০৮ বলে ১২১ রানের ইনিংসের পর বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে ৩৬৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। তবে এক সময় অস্ট্রেলিয়াকে ৪০০ বা এর বেশি রানের স্কোর হাতছানি দিচ্ছিল ভালোভাবেই, শাহিন শাহ আফ্রিদির ৫ ও হারিস রউফের ৩ উইকেট সেটি হতে দেয়নি। শেষ ১০ ওভারে ৭০ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, শেষ ৫ ওভারে উঠেছে মাত্র ২৭ রান। কদিন আগে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়া পাকিস্তানের জন্য এরপরও থাকছে কঠিন এক কাজ। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৩৬৮ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। ২০ অক্টোবর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকে পাকিস্তান বোলারদের উপর চড়াও হয় অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। আক্রামনাত্নক ব্যাটিং করতে থাকা দুই ওপেনারই করেন ব্যক্তিগত শতরান। ওপেনিং জুটি থেকে আসে ২৫৯ রান। দলীয় ২৫৯ রানে ১০৮ বলে ১২১ রান করে শাহিন আফ্রিদির বলে আউট হন মিচেল মার্শ।
তার বিদারের পর দ্রুত ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। ১ বলে শূন্য রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসেন স্টিভেন স্মিথ। তাকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করে ডেভিড ওয়ার্নার। তবে দলীয় ২৮৪ রানে ৯ বলে ৭ রান করে আউট হন স্টিভেন স্মিথ।
এরপর ক্রিজে আসেন মার্কাস স্টয়নিস। তাকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। দলীয় ৩২৫ রানে ১২৪ বলে ১৬৩ রান করে আউট হন তিনি। তার আউটের পর দ্রুত আরও ৫ উইকেট হারায় অজিরা। এরপর ক্রিজে আসা অ্যাডাম জ্যাম্পাকে নিয়ে ইনিংস শেষ করেন অধিনায়ক প্যাট কামিন্স। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন শাহিন আফ্রিদি।
পথরেখা/আসো