পথরেখা অনলাইন : বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি অঘটনের জন্ম দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয় এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাচদের জয় বিশ্বকাপ জমিয়ে দিয়েছে। আফগানিস্তানদের তাদের জয়ের ধারা বজায় রাখতে পারেনি, নেদারল্যান্ডস কি পারবে সেই ধারা ধরে রাখতে? এমন সমীকরণে ২১ অক্টোবর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে কমলা জার্সিধারীরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফেবারিট হিসেবেই জয় পেয়েছে ডাচরা। তাই শ্রীলঙ্কার বিপক্ষেও যদি জয় পায় তারা তাহলে সেটিক অঘটন হিসেবে মানতে নারাজ ডাচ ব্যাটসম্যান তেজা নিদামানুরু। সেমিফাইনালে যাওয়ার জন্য তারা এই ম্যাচ জিততে চান বলেও জানান।
ম্যাচের একদিন পূর্বে সংবাদ সম্মেলনে এসে এই ব্যাটসম্যান বলেন, ‘আমরা বাছাইপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে কয়েকটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছিলাম। এবং অবশ্যই আমরা সেগুলোতে ব্যাটিংয়ে খারাপ করি। আমরা অনেক পরিশ্রম করছি যাতে করে আমরা ভালো খেলে জয় পাই। যদি আমরা জিতি, তাহলে আমার মতে সেটিকে অঘটন বলা যাবে না।’
বিশ্বকাপে এখন পর্যন্ত শ্রীলঙ্কাই একমাত্র দল যারা একটি ম্যাচও জিততে পারেনি। বাছাইপর্বে নেদারল্যান্ডসকে একবার ২১ রান ও ফাইনালে ১২৮ রানে পরাজিত করেছিল লঙ্কানরা। ভারতীয় বংশোদ্ভূত নিদামানুরু বলেন, ‘আপনি যদি ঐ দুটি ম্যাচ দেখেন তাহলে বুঝতে পারবেন, আমাদের ব্যাটিংটা খারাপ ছিল; যা আমরা আশানুরূপ করতে পারিনি। ফাইনালে আমাদের সামনে সুযোগ ছিল লক্ষ্য তাড়া করে জয়ের। কিন্তু তাদের স্পিনারদের বিরুদ্ধে আর পেরে উঠিনি।’
পথরেখা/আসো