পথরেখা অনলাইন : এখন পর্যন্ত ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে কখনওই জয়ের উল্লাসে মাততে পারেনি আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে ৭বার মুখোমুখী হয়ে সবগুলোতেই হেরেছে আফগানরা। কাল চলমান বিশ্বকাপ মঞ্চে দেখা হচ্ছে পাকিস্তান-আফগানিস্তানের। বিশ^কাপের মঞ্চেই পাকিস্তানের বিপক্ষে জয় খড়া কাটাতে চায় আফগানরা।
অবশ্য ইংল্যান্ডের মাটিতে গত বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর সুর্বণ সুযোগ পেয়েছিলো আফগানিস্তান। কিন্তু হারের বৃত্ত ভাঙতে পারেনি আফগানরা। ম্যাচের ২ বল বাকী থাকতে ৩ উইকেটে হারের লজ্জা পায় আফগানিস্তান। বিশ্বকাপে ওই একবারই দেখা হয় দু’দলের। আগামীকাল চেন্নাইয়ে বিশ্বকাপ আসরে দ্বিতীয়বারের মত লড়বে পাকিস্তান-আফগানিস্তান।
গত আগস্ট শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জয়ের কাছে গিয়ে পাকিস্তানের কাছে ১ উইকেটে ম্যাচ হারে আফগানিস্তান।
ওয়ানডেতে পাকিস্তান-আফগানিস্তানের মুখোমুখী পরিসংখ্যান
১০-০২-২০১২ : পাকিস্তান ৭ উইকেটে জয়ী, শারজাহ
২৭/০২/২০১৪ : পাকিস্তান ৭২ রানে জয়ী, ফতুল্লা
২১/০৯/২০১৮ : পাকিস্তান ৩ উইকেটে জয়ী, আবুধাবি
২৯/০৬/২০১৯ : পাকিস্তান ৩ উইকেটে জয়ী, লিডস
২২/০৮/২০২৩ : পাকিস্তান ১৪২ রানে জয়ী, হাম্বানটোটা
২৪/০৮/২০২৩ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, হাম্বানটোটা
২৬/০৮/২০২৩ : পাকিস্তান ৫৯ রানে জয়ী, কলম্বো
৭ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান
পাকিস্তানের জয় : ৭ ম্যাচে; আফগানিস্তানের জয় : ০
টাই : ০; পরিত্যক্ত : ০
পথরেখা/আসো