পথরেখা অনলাইন : বিশ্বকাপের লিগপর্বের পর্দা নামছে ১১ ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে আজ (১১ নভেম্বর) শেষ হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্ব। এই পর্বের ৪৫তম ম্যাচ এটি। শতভাগ জয় নিয়ে লিগ পর্ব শেষ করতে চায় স্বাগতিক ভারত। অন্যদিকে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ভারতের বিপক্ষে জিততে চায় নেদারল্যান্ডস। এখন পর্যন্ত ওয়ানডেতে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে ভারত ও নেদারল্যান্ডস। দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত। বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
লিগ পর্বে এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে সবক’টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা। বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল রোহিত-বিরাটের দল। ১৫ নভেম্বর থেকে শুরু হবে সেমিফাইনাল পর্ব।
অপরদিকে, ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নেদারল্যান্ডস। এই ম্যাচ জিতলে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে নেদারল্যান্ডসের সামনে।
পথরেখা/আসো